অভিযানের খবরে উধাও অবৈধ ক্লিনিক মালিকরা

অভিযানের খবর পেয়ে উধাও হয়ে গেছে রাজশাহী নগরীর অবৈধ ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রের মালিক-কর্মকর্তারা। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকেই বিশেষ এই অভিযান শুরু করে সিভিল সার্জন দপ্তর।

অভিযানের সময় বেশকিছু ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রে মালিক-কর্মকর্তাদের পাওয়া যায়নি। গতকাল সোমবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এই অভিযান চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক। তিনি সাংবাদিকদের জানান, নগরীর অবৈধ ও লাইসেন্স বিহীন ক্লিনিগুলোতে অভিযান চলছে।

এর মধ্যে কয়েকটি ক্লিনিকে জরিমানাও করা হয়। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিক মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নগরীতে তিনটি এবং নয় উপজেলায় ৯টি টিম অভিযানে রয়েছে। এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০টি ও নগরীতে ১২টি ক্লিনিকে অভিযান চালানো হয়েছে।

অবৈধ যে ক্লিনিকগুলো ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে বাণিজ্য করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ