প্রাথমিকে ‘পাইলটিং বদলি’ শুরু হচ্ছে বুধবার

দীর্ঘ দুই বছর পর অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম বুধবার (২৯ জুন) শুরু হতে যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনলাইন বদলির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এতে আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, পাইলট প্রকল্পের অংশ হিসেবে এ বদলি কার্যক্রম বুধবার ১০টায় উদ্বোধন করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলিতে দেওয়া নিষেধাজ্ঞা ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক চিঠিতে তুলে নেওয়া হয়।

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক আদেশের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকদের বদলি বাতিল করা হয়। শিক্ষকরা দীর্ঘদিন বদলি শুরুর দাবি জানিয়ে আসছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ