১৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি : গোয়েন্দার ২৭৮ অভিযান

বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬৭ কোটি ১৮ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগের বিপরীতে গত অর্থবছরে (২০২২-২৩) ২৭৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ওই অভিযানে ৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৭১২ টাকার ভ্যাট আদায় করতে সক্ষম হয়েছে।

ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ১৬৭ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৯৩৯ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। তবে এর বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করতে পেরেছে মাত্র ৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৭১২ টাকা।

সদ্য সমাপ্ত অর্থবছরে ভ্যাট খাতে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি হলেও ঘাটতি থেকে বের হতে পারেনি এনবিআর। ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।

লক্ষ্যমাত্রা অর্জন ও ভ্যাট আদায়ে বছরজুড়ে ১ হাজার ৯৬৮টি মামলা হয়েছে। আর জরিপ কার্যক্রমের মাধ্যমে ৭২ হাজার ৭৫৩টি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ