সিংগাইরে ভাষা শহিদ রফিকের বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

:: প্রতিনিধি সিংগাইর ::

১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাদুঘরের সামনে চলছে ৪দিন ব্যাপি মেলা। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা অর্জন করেছিলাম তাদের মধ্যে অন্যতম তিনি। ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা বলধারা ইউনিয়নে রফিক নগরে ভাষা শহিদ রফিক উদ্দিন আহমেদের নিজ বাড়ির শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওমীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ.আব্দুল লতিফ ও জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম বার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদের আয়োজনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুঠু’র সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজেদ খানের স ালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিংগাইর সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, ইউএনও দিপন দেবনাথ, ওসি সফিকুল ইসলাম মোল্যা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, জেলা পরিষদের সদস্য মো.তমিজ উদ্দিন, ভাষা শহীদ রফিকের ভাতিজা আব্দুর রউফ প্রমুখ।

এছাড়াও অন‍্যান‍্যদের মধ্য উপস্থিত ছিলেন-ভাষা শহীদ রফিকের ছোট ভাই মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, জেলা পরিষদ সদস্য এফ.এম রিপন আক্তার, লেখক ও গবেষক মিয়া জান কবির ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন- উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ি প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ